স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে: সস্কৃতি প্রতিমন্ত্রী

NEWS 10 বাংলা
আপডেটঃ আগস্ট ৪, ২০২৩ | ১২:২৭                             প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার
NEWS 10 বাংলা
আপডেটঃ আগস্ট ৪, ২০২৩ | ১২:২৭                             প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার
Link Copied!

সেলিম মাহবুব, ছাতক: ঢাকার শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জঙ্গীবাদ, গুজব ও অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবেলায় মহাণ মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। প্রতিমন্ত্রী সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে সংগীতের রাজধানী খ্যাত সিলেট অঞ্চলের ৩ গুণী মরমী সাধক আরকুম শাহ, গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এবং জ্ঞানের সাগর দুর্বিন শাহ স্মরণে বাংলাদেশ সংস্কৃতি ফোরাম’ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই দেশে-বিদেশে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি যথেষ্ট সমাদৃত হয়েছে এবং প্রচার-প্রসার ঘটেছে। তিনি বলেন, বাউল কামাল পাশা কে মরণোত্তর একুশে পদক প্রদানের জন্য মন্ত্রণালয়ে ৮ বার প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে এটা আমার নজরে ঠিকমতো পড়েনি। আমরা চেষ্টা করবো বাউল কামাল পাশা ও বাউল সাধক দূর্বিণ শাহ এর মতো নক্ষত্রতূল্য মরমী সাধকরা যাতে আগামীতে মূল্যায়ন ও সরকারের স্বীকৃতি পান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, নাবিহা এক্সপ্রেস’র চেয়ারম্যান সেলিনা চৌধুরী, সংগীত শিল্পী আকরামুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ সংস্কৃতি ফোরামের সভাপতি মফিজ উদ্দিন আহমেদ (আহমেদ ফরিদ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সুফীসাধক আরকুম শাহ এর জীবন দর্শন নিয়ে সিলেট জেলা বাউল সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল, বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এর জীবন ও দর্শন নিয়ে বাউল সাংবাদিক আল-হেলাল ও দূর্বিণ শাহের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কবিপুত্র আলম শাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ওয়েছুর রহমান চৌধুরী, উৎস প্রকাশনের স্বত্বাধীকারী মোস্তফা সেলিম, জালালাবাদ সংস্কৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জয়ন্ত কুমার দেব মাধব, জালালাবাদ সংস্কৃতি পরিষদের সমন্বয়ক মাহবুব আলম মালু, জালালাবাদ সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজ চৌধুরী, সাংবাদিক জাকির হোসেন, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, গীতিকার আব্দুল কাইয়ুম, স্বপ্নীল সংগঠন এর সভাপতি মঞ্জুরুল ইসলাম টিপু, পালকী শিল্পী গোষ্ঠীর সভাপতি অভিনেতা এবি বাদল, ঢাকা সংগীত একাডেমির সভাপতি রোজান ইসলাম দিলীপ, এইচ, এম, আরিফ উর রহমান, বাংলাদেশ সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ, সাংবাদিক সালমা আক্তার লিজা ও সংগঠক রাজীব রায়সহ প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণে ৩ সাধকের গান পরিবেশন করেন সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান সিরাজ, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক বাউল আল-হেলাল, শিল্পী বি এম নুনু আল গাজী, কন্ঠশিল্পী মেহেরুন আশরাফ, সুমি সরকার, রঞ্জিত কুমার তালুকদার, মুকুল কান্তি দে, অজিত কুমার দাস়, বুলবুল আহমেদ, রওনক বিশাকা শ্যামলী, আরিফুর রহমান,হীরা ও আল আমিন। সংগীত শিল্পীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারগীস নীলা, মেঘলা অন্তরা, মাহমুদা আক্তার মুক্তিসহ আরও অনেকেই। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মেঘলা সুমী, মিস্টি সুবাস, এড. ছালমা আক্তার ও ঐশী। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাসনীম বিনতে শেখ। অনুষ্ঠানে আরকুম শাহ রচিত কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ুর বেশেতে সাজোইন রাধিকা , সোনারও পিঞ্জিরা আমার ময়নারে করিয়া গেলায় তুমি খালিরে, বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) রচিত দিন দুনিয়ার মালিক খোদা দিলকি দয়া হয়না, প্রেমের মরা জলে ডুবেনা ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন এমন প্রেম আর কইরোনা, নৌকা আগে আগে চলেরে ঐ নৌকাটা শেখ মুজিবের এবং দূর্বিণ শাহ রচিত প্রেমসেল বিন্দিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় ও নির্জনও যমুনার কুলে বসিয়া কদম্বতলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়সহ ৩ মরমী সাধকের কালজয়ী গান পরিবেশন করা হয়। এর আগে প্রতিমন্ত্রী রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শিল্পকলা একাডেমি আয়োজিত ‘দেশব্যাপী প্রতিভা অন্বেষণ’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তৃব্য রাখেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহমদ। উল্লেখ্য, জেলা পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী এবং ঢাকা মহানগর থেকে শুধু ১ম স্থান অধিকারীসহ মোট ১৩৬৫ জন প্রতিযোগিকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩। পঞ্চগীতি কবির গান, লোকসঙ্গীত, দেশাত্ববোধক গান, সাধারণ নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি এবং একক অভিনয়সহ মোট সাতটি বিভাগের আওতায় ২১ টি শাখায় চূড়ান্তভাবে সর্বমোট ৬৩ জন প্রতিযোগী বিজয়ী হয়। গত ২৭ জুলাই প্রথমবারের মতো উপজেলা সাহিত্যমেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল হেলাল তার বক্তব্যে বাউল কামাল পাশা ও বাউল গানের সাধক দূর্বিণ শাহকে মরণোত্তর একুশে পদক প্রদানের জোর দাবী উপস্থাপন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জনগণের ভোটে এমপি হতে চাই, কারচুপি বা ভোট কেন্দ্র দখল করে নয়: আব্দুর রহমান আওয়ামীলীগের সাথে নির্বাচনে যাওয়ার ঘোষণা নতুন কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত খুলনা ৬ আসনের নির্বাচনী গণসংযোগে ব্যাস্ত কয়রা উপজেলার চেয়ারম্যান শফি রংপুরে শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন, ব্লাক রুবেলসহ ৫ জন অস্ত্রসহ গ্রেফতার এমপির সহচর সহ যুবলীগ-ছাত্রলীগ নেতার নামে মামলা দীর্ঘ একযুগ পর চালু হচ্ছে সিটি বাস সার্ভিস পল্লীকবি রাধাপদ রায়কে মারপিটের ঘটনায় মুল আসামী গ্রেফতার ১৫ বছরে দেশ যে পরিবর্তন হয়েছে তা ৩৫ বছরেও হয়নি- সমাজকল্যাণমন্ত্রী বিএনপি-জামায়াত মিথ্যাবাদী দল- এড.হাজী দুলাল সৈয়দ শামসুল হকের জন্মদিনে শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকের নাম ঘোষণা রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৭ খুলনার কয়রায় একজন বজ্রপাতে মৃত্যু খুলনার কয়রায় একজন বজ্রপাতে মৃত্যু টান টান উত্তেজনার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে পুলিশ প্রহরায় টেনডার জমা সম্পদ রংপুরে যুবলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার দীর্ঘ দেড় বছর পর রংপুর চিড়িয়াখানায় যুক্ত হলো রয়েল বেঙ্গল টাইগার র‍্যাগিংয়ের অভিযোগে তদন্ত কমিটি গঠন ঢাকার ডেমরায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাদের গ্রেফতার করেছে র‌্যাব-৩ প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ জানালেন খুলনার বটিয়াঘাটার ব্যবসায়ী শেখ শওকত
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।