প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ জানালেন খুলনার বটিয়াঘাটার ব্যবসায়ী শেখ শওকত


খুলনা সংবাদদাতা: গত কিছু দিন পূর্বে অনুমোদনহীন অনলাইনে নিউজ পোর্টাল অসত্য এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমার ব্যবসায়ীক ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টার ব্যাখ্যাসহ প্রতিবাদ জানিয়েছেন খুলনার বটিয়াঘাটা উপজেলার জুনায়েদ ফুড প্রডাক্টের স্বত্বাধিকারীরা শেখ শওকত হোসেন।
শওকত শেখ জানান আমি বটিয়াঘাটায় উপজেলার কল্যাণশ্রী গ্রামে ছোট পরিসরে জোনায়েদ ফুড প্রডাক্টস নামে একটা প্রতিষ্ঠান করে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসতেছি। সম্প্রতি একটি অনলাইন পোর্টালে কেকের ভিতর টিকটিকি বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। খুলনা শহর থেকে যেসব বেকারী পন্য বটিয়াঘাটার বিভিন্ন এলাকার দোকানে দিত আমার প্রতিষ্ঠান এর পন্য খুব সকালে এগুলো তাদের দোকানে পৌঁছে দেই। সে জন্য অদ্য এলাকায় খুলনা শহরের বেকারী ব্যবসায়ীদের ঐ এলাকায় বেচাকেনা কম হওয়ায় তারা একজোট হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহা ছাড়া আমার বিক্রয় প্রতিনিধি আনার হোসেনের কাছে আমি দুই লক্ষ টাকার বেশি টাকা পাই তাকে বারবার এ টাকার জন্য তাগাদা করা হচ্ছে কিন্তু সে টাকা দিচ্ছে না বিভিন্ন তালবাহনা করছে এ জন্য সেও আমার বিরুদ্ধে বদনাম সহ আমার প্রতিষ্ঠান এর সম্মানহানির জন্য যা যা করার তাই চেষ্টায় লিপ্ত রয়েছে। খুলনার বেকারী ব্যবসায়ীদের উদ্দেশ্য যে কোন মিথ্যা অপবাদ দিয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে পারলে তারা একচেটিয়াভাবে ব্যবসা করতে পারবে এটাই তাদের উদ্দেশ্য। এমন কি কিছুদিন পূর্বে কথিত হলুদ সাংবাদিকরা আমার প্রতিষ্ঠানে এসে আমার কাছ থেকে টাকা দাবী করে আমি টাকা দেয় নি সে জন্য কিছু নিবন্ধনধীন অনলাইন নিউজ পোর্টালে আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে আমি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য মামলা করব। বনোয়াট ও ভিত্তিহীন সংবাদের আমি নিন্দা জানাই।