খুলনা ৬ আসনের নির্বাচনী গণসংযোগে ব্যাস্ত কয়রা উপজেলার চেয়ারম্যান শফি


জিল্লুর রহমান (কয়রা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম শফি দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে কয়েক শো মোটরসাইকেল সোভাযাত্রা করে পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।শনিবার ১১ টায় পাইকগাছা আইনজীবী সমিতির মিলোনয়তনে এ মতবিনিময় সভা করেন ।এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে কয়রা সদর ইউনিয়ন থেকে বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সে জন্য দলের শীর্ষ পর্যায় থেকে আমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে কাজ করতে বলা হয়েছে। সে লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ কয়রা-পাইকগাছা এলাকার বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত নির্বাচনী এলাকা গড়ব, সর্বোপরি মানুষের কল্যাণে কাজ করতে চাই। কয়রা পাইকগাছার স্থানীয় সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি কাজ করছি। শুধু তাই নয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট চাইলেন কয়রা উপজেলার চেয়ারম্যান ও এমপি প্রার্থী এস এম শফিকুল ইসলাম। এই জনপদের মানুষের ভালোবাসার শেষ ঠিকানা হিসাবে আমি সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।পাইকগাছার বিভিন্ন উন্নয়ন এর ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সে ক্ষেত্রে তিনি সাংবাদিক ও তৃণমূল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী আজিজুল হক, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বুলবুল,আওয়ামী লীগ নেতা এস এস এম ইব্রাহিম , আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সিনহা, আব্দুল গনি সরদার, মৃণাল কান্তি ঘোষ, ননী গোপাল মজুমদার, অ্যাড. প্রদীপ কুমার তরফদার, মোস্তাফিজুর রহমানসহ শত শত নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।