খুলনার কয়রায় একজন বজ্রপাতে মৃত্যু


জি এম জিয়াউল হাসান জিল্লুর কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবনের কোলঘেষা খুলনার কয়রা উপজেলার দরিদ্র মানুষের জন্য কয়রা সাংবাদিক ফোরামের চিকিৎসা সেবা প্রজেক্টে সহযোগিতার হাত বাড়ালো এক্সট্রিম গ্রুপ।
সোমবার দুপুরে এক্সট্রিম গ্রুপের অফিসে কয়রা উপজেলার ৬৩ ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করার জন্য কয়রা সাংবাদিক ফোরাম ও এক্সট্রিম গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে।
সমঝোতা ওয়েবিনারে উপস্থিত ছিল এক্সট্রিম গ্রুপের চেয়ারম্যান মো.শরিফুল ইসলাম টিংকু, কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা,মেডিকেল ক্যাম্পের ইনচার্জ মো.আশরাফ আলী,সাংবাদিক আবির হোসেন,জিয়াউল হাসান জিল্লুর,মিনহাজ দিপু,মো.আসিফ সহ এক্সট্রিম গ্রুপের কর্মকর্তাগণ।
কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু বলেন,সাংবাদিকতার পাশাপাশি সামাজিক মূল্যবোধ থেকে জলবায়ু সুরক্ষায় এবছর উপকূলের কয়রা উপজেলায় আমরা ৫ হাজার বৃক্ষ রোপন করেছি।কয়রার অধিকাংশ মানুষ দরিদ্র তাই সময়মত অনেক মানুষ রোগের সু-চিকিৎসা করাতে পারে না। আমরা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন করেছি।এর আগে ব্যাপকভাবে কোন সংগঠন বা সরকারি ভাবে কয়রার সব ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্য সেবা দেওয়া ব্যবস্থা করেনি।
ফ্রি মেডিকেল ক্যাম্পের ইনচার্জ মো.আশরাফ আলী বলেন, এলাকার মানুষের রক্তের গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস নির্ণয় ,শিশু ও মায়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষায় বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।এছাড়া চোখের ছানি রোগীদের নামের তালিকা সংগ্রহ করে খুলনায় ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে এক্সট্রিম গ্রুপের চেয়ারম্যান মো.শরিফুল ইসলাম টিংকু বলেন,মানবসেবায় নিজেকে নিয়োজিত করা মানুষ হিসেবে দায়িত্ব। সব ধর্মের মানবসেবার কথা জোর দেওয়া হয়েছে,আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কিছু করতে। আমাদের সবার উচিত সাধ্য-সামর্থ্য অনুযায়ী মানবসেবায় নিয়োজিত হওয়া।মানবতার তাগিদেই মানুষের পাশে দাঁড়ানো উচিত।এক্সট্রিম গ্রুপ কয়রা-পাইকগাছার মানুষের জন্য কাজ করে যাবে।