খুলনার কয়রায় একজন বজ্রপাতে মৃত্যু

Link Copied!

জি এম জিয়াউল হাসান জিল্লুর (কয়রা) প্রতিনিধি: আজ ২৫/৯/২০২৩ খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্ৰামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ব্যাক্তির চাচাতো ভাই পল্লী চিকিৎসক লিয়াকত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যাক্তি হলেন কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্ৰামের মৃত্যু হোসেন আলী গাজীর পুত্র রেজাউল করিম (কেটি) ৫৫ বৎসর।
সংশ্লিষ্ট গ্ৰাম বাসী সূত্রে জানা যায় আজ সোমবার দুপুরে বাড়ির অদূরে মৎস্য ঘেরে মাছ ধরার উদ্দেশ্য আটন পাততে যান , আটন পাতা অবস্থায় বজ্রপাতের ঘটনায় ঘেরে মারা যান। মৃত্যুর সময়ে কেউ পাশে ছিল না , পরবর্তীতে জানা যায় বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে। মৃত্যু কালে স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রেখে যান।