কাক’র সফলতা ও ব্যর্থতার গল্প


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২২, ৯:৪৪ অপরাহ্ন /
কাক’র সফলতা ও ব্যর্থতার গল্প

শহিদুল ইসলাম,সম্পাদক: কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে,ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে। এত সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে নিজের সময়ের শক্তির অপচয় করে না। ঈগল যেটি করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেনের স্বল্পতার কারণে এবং ঈগল’র প্রচন্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং সে টিকতে না পেরে অবশেষে ঈগল’র ঘাড় থেকে দ্রুত খসে পড়ে যায়।

এতেই কিন্তু কাকের গল্প শেষ হয় না; ঈগলের সাথে লড়াই করে সে জিততে না পারলেও আকাশ থেকে মাটিতে নেমে কাক তার চেয়ে কম শক্তিশালী দুর্বল পাখির উপর অত্যাচার চালায় এবং সফল হয়।

Devoloped By WOOHOSTBD