ঈশ্বরগঞ্জ আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি আ:ছাত্তার এবং সাঃসম্পাদক সাফির।


দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক এমপি আব্দুছ ছাত্তার ও সাফির উদ্দিন আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করেন।
ওই কমিটির সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম ভিপি রফিক, অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন, ড. উৎপল কুমার সরকার, যুগ্ম সম্পাদক পদে মাহমুদ হাসান সুমন, হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, অ্যাডভোকেট এমদাদুল হক, মাসুদ হাসান তূর্ণ, দপ্তর সম্পাদক সাফায়েত হোসেন ভুঁইয়া, সহ-দপ্তর সম্পাদক প্রভাষক রুহুল আমিন রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার নির্বাচিত হয়েছেন।