ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ঝুলন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত


রনবীর রায় রাজ: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পালপাড়ায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের অন্তভুক্ত শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ আয়োজনে বৃহস্পতিবার ৩১ই আগস্ট বিকেল ০৪ ঘটিকায় সনাতন ধর্মাবলম্বীদের ঝুলন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ও শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির ইসকন বানিয়ারদিঘী লালমনিরহাটের সদস্যরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে ফুলের সিংহাসনে বসিয়ে ঝুলন উৎসব পালন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির ইসকন বানিয়ারদিঘী লালমনিরহাটের সাধারণ সম্পাদক শ্রীমান পূজ্য চৈতন্য সেবক দাস,শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘের সভাপতি ভানু বর্মণ,শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘের সাধারণ সম্পাদক নিতাই মধুসূধন দাস,শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ প্রচার কেন্দ্রের ভূমিদাতা ভানু বর্মণ শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির ইসকন বানিয়ারদিঘী লালমনিরহাটের অন্যতম সদস্য পরমধাম শ্যামসুন্দর দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার তথ্য প্রযুক্তিক সম্পাদক ও সংবাদকর্মী রনবীর রায় রাজ সহ আরো অনেকেই। ঝুলন যাত্রা উৎসবকে ঘিরে শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘের শিল্পীদের পরিবেশনায় ভজন কীর্তন,বৈদিক নৃত্য আনন্দ মেলা ও প্রসাদ বিতরণ শেষে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।