বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর দাবিতে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যুবলীগের স্মারক লিপি


ডেক্স রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যকারি ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১শে আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, বি.এন.পি জামায়াতের নৈরাজ্য অরাজকতা, অগ্নি সন্ত্রাস, মানুষ হত্যা, জনগণের জানমালের ক্ষতিসাধন এবং দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা সম্রাট খীসাকে ৭ আগষ্ট সোমবার দুপুরে স্মারকলিপি দিয়েছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, উপ-দপ্তর সম্পাদক ইলিয়াছ সুমন, পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার মাহামুদ দিদার, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন, সদস্য রাসেল, ও আলাউদ্দিন, আজিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক সোহরাব মেম্বার প্রমুখ।