মরহুম হাজী মোক্তাদের মাওলা ২২ তম মৃত্যু বার্ষিকী পালিত


পুষ্পেন্দু মজুমদার: মরহুম হাজী মোক্তাদের মাওলা ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের উদ্যোগে ওনার নিজ বাস ভবনে আলোচনা সভা এতিমখানায় খাবার সরবরাহ করা, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্দ্বীপের বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম হাজী আবদুল বাতেন সওদাগর সাহেবের বড় ছেলে এবং সন্দ্বীপের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা সাহেবের বড় ভাই, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সেনের হাট হাজী মোক্তাদের মাওলা জামে মসজিদের প্রতিষ্ঠাতা হাজী মোক্তাদের মাওলা (খোকন মিয়া) সাহেবের ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উনার নামে প্রতিষ্ঠিত হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মহফিল, কোরআন খানি, কবর জিয়ারত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে মরহুম হাজী মোক্তাদের মাওলা সাহেবের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করা হয় যাতে সৃষ্টি কর্তা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।