কুড়িগ্রামে ১৩৮ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ মাদক কারবারি গ্রেফতার

Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: গত ২৫ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১৩.৪৫ ঘটিকার সময় রৌমারী থানার একটি চৌকস টিম রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নস্থ কর্তিমারী বাজার থেকে রৌমারী ধনারচর আকন্দ পাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মানিক মিয়া (২৬) ও একই এলাকার মোঃ বুলবুল হোসেন (২৩) দ্বয়ের কাছ থেকে ১৩৮ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সুত্রঃ হামার কুড়িগ্রাম