ফুলবাড়ীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বলাটারী গ্রামে আনন্দ (২৭) নামের এক যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগেছিলেন বলে জানা গেছে।
পরিবার ও এলাকার বাসী সূত্রে জানা গেছে, রোববার ২৫ জুন বিকেলে বাড়ি থেকে পার্শ্ববর্তী ফুল সাগরের মাছ ধরতে যায়, সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরের স্থানীয় একদল যুবক সন্ধ্যার দিকে ফলসাগর নামের দিঘীতে খোঁজাখুঁজি করে তার লাশ খুঁজে পায়। মৃত ওই যুবক চন্দ্রখানা গ্রামের শামসুল হকের দ্বিতীয় পুত্র। পানিতে মৃগীরোগ ওঠার কারণে মৃত্যু হতে পারে বলে অনেকেই ধারণা করেছেন। ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।