নাদিম হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন


মুহম্মদ আবুল বাশার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জামালপুর জেলার বকসীগঞ্জে বাংলা নিউজ ২৪.ডটকমের জেলা প্রতিনিধি ও ৭১টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়।হত্যার প্রতিবাদে আসামিদের দ্রুত বিচার ও ফাসির দাবিতে ১৭ জুন শনিবার দুপুর ১২ টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ মানববন্ধন করেন। এ সময় নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ,সাবেক সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার,সাবেক সভাপতি ফেরদৌস কুরাইসী টিটু, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ সেলিম,দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দৈনিক আমাদের সময় এর সাংবাদিক রতন ভৌমিক,দৈনিক সবুজ নিশান এর সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক ভোরের পাতা এর সাংবাদিক মোঃ হাবিবুর রহমান। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জে কর্মরত বিভন্ন পত্রিকার প্রতিনিধিগন।