কুড়িগ্রামে বাংলাদেশ ভূমিহীন সমিতির সভাপতি মকবুল হোসেন ও সম্পাদক আব্দুল রশিদ


কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাংলাদেশ ভূমিহীন সমিতির কাউন্সিল ও ১০ জুন ভুমি অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে পৌর শহরের নাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৫ বছর পর পূর্ব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনায় ভূমিহীন সমিতির কুড়িগ্রাম জেলা শাখার সকল উপজেলার সদস্যেরা উপস্থিতি ছিল প্রাণবন্ত। উন্মুক্ত আলোচনা ও সকল সদস্যের উপস্থিতিতে কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হিসেবে মোঃ মকবুল হোসেনকে সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল রশিদ সরকারকে নির্বাচন করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ এবি এম মাহবুব হোসেন বাদল, কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সাজু, রাজিবপুর উপজেলা সভাপতি মোঃ আব্দুর রশিদ সরকার,কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ভূমিহীন সমিতি শুধু মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র,বাস স্থান,চিকিৎসা ও শিক্ষা আদায়ের লক্ষ্যে কাজ করছেনা, এ সংগঠনটি মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য সকল পেশা শ্রেনীর মানুষের অধিকার আদায় নিয়ে কাজ করে আসছে। এটি কোন রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক সংগঠন।