ফুলবাড়ী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা


জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে ৩৮ লক্ষ ১৫ হাজার ৯ শত ৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।
ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন এর সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস,উদয়অংকুর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেম, স্থানীয় সুধী ও গণমান্য ব্যক্তিবর্গসহ আর অনেকে। এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
৩ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেটে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব হিসাব প্রাপ্ত আয় ৩৮ লক্ষ ২৭ হাজার ৮১০ টাকা, উন্নয়ন আয় ৫ কোটি ২৯ লক্ষ ৬৪০ টাকা উন্নয়ন ব্যয় ৫ কোটি ২৯ লক্ষ ৬৯ হাজার ৫০০টাকা, সার্বিক উদ্বৃত্ত ৮৬ হাজার ৮২৩ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় বক্তব্যে বাজেট নিয়ে বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।