ডেস্ক রিপোর্ট: ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গত ০৬ মে ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামস্থ আছিয়ার বাজার এলাকায় মাদক পরিবহনকালে ৮৪ বোতল ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
অন্যদিকে রৌমারী থানা পুলিশ কর্তৃক একই তারিখ রাত আনুমানিক ২২:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তা দিয়ে ব্যাটারী চালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ রৌমারী থানার খাটিয়ামারি এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ গোলজার হোসেন (২৩) ও নওদাপাড়ার মোঃ মাসুদ রানা (২১) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সুত্রঃ হামার কুড়িগ্রাম
Devoloped By WOOHOSTBD
আপনার মতামত লিখুন :