কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার অভিযানে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ


admin প্রকাশের সময় : মে ৭, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার অভিযানে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রাজারহাট থানা পুলিশ কর্তৃক গত ০৬ মে ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ১১.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানাধীন ২নং ছিনাই ইউনিয়নের বৈদ্দের বাজার এলাকার মোঃ এনামুল হক (৫৪), বানেশ্বর নীলকন্ঠ গ্রামের, মোঃ আপন আলী (৩৮), বৈদ্যের বাজারের, শ্রী নারায়ণ চন্দ্র রায় (৪৫), কাঞ্চিপাড়া গ্রামের, মোঃ বাবু মিয়া (৩৬), ছাত্রজিৎ গ্রামের শ্রী স্বদেশ চন্দ্র রায় (৫০) দেরকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানার একটি চৌকস টিম।

অন্যদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক একই তারিখে রাত আনুমানিক ২২.৩০ ঘটিকা সময় ভূরুঙ্গামারী থানাধীন ৬নং জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাব সংলগ্ন এলাকা থেকে ছোট খাটামারি ক্লাব গ্রামের মোঃ মজিবুর রহমান (৫০), ছোট খাটামারী বসুনটারী গ্রামের, মোঃ আমিনুল ইসলাম (৩৫), মোঃ রুহুল (৩৫), ছোট-খাটোমারি বসুনটারী গ্রামের আফজাল হোসেন (৩২), ছটো কাটামারী গ্রামের, মোঃ হাফিজুর রহমান (৪০), ছোট খাটামারী বসুনটারী গ্রামের মোঃ বেলাল হোসেন (২৫), মোঃ সাগর (৩৫), মোঃ আলাল মিয়া (৩০), মোঃ নুরুনবী (৩০), আইকুমারীভাতি গ্রামের মোঃ তরিকুল ইসলাম (৫০), ছোটখাটামারী গ্রামের মোঃ আয়নাল (৪০), বড় খাটামারী গ্রামের আলম মিয়া (৪০) দেরকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সুত্রঃ হামার কুড়িগ্রাম

Devoloped By WOOHOSTBD