ফুলবাড়ীতে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস দিবস পালন


admin প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ৭:০৪ পূর্বাহ্ন /
ফুলবাড়ীতে ১৬তম  বিশ্ব অটিজম সচেতনতা দিবস দিবস পালন

জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার :”রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার রায়হানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হাই রকেট,উপজেলা প্রতিবন্ধী অফিসের চেয়ারম্যান তৈয়ব আলী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। আলোচনা সভা শেষ ৭ জন প্রতিবন্ধীর হুইল চেয়ার বিতরণ করা হয়।

Devoloped By WOOHOSTBD