স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামে ৫৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এ কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, শ্যামল ভৌমিক, এডভোকেট আহসান হাবীব নীলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ কুড়িগ্রামসহ সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারন্সর মাধ্যম উদ্বাধন করবেন। এরমধ্যে কুড়িগ্রামে ৩য় পর্যায়ে অবশিষ্ট ১০৬টি এবং ৪র্থ পর্যায়ে ৪৫০টিসহ মোট ৫৫৬টি ঘর হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, কুড়িগ্রামে ১ম থেকে ৩য় পর্যায় পর্যন্ত ৩ হাজার ৯শ’টি পরিবার জমিসহ ঘর বরাদ্দ পেয়েছে। ৪র্থ পর্যায়ে ৫৫৬টি ঘরের মধ্যে চর ডিজাইনে ৫৫টি চরের পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হবে।
এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়ণ প্রকল্পে অবস্থনরত শিশুদের লেখাপড়া চালিয়ে যেতে সেখানে খন্ডকালিন শিক্ষক নিয়োগের মাধ্যমে পাঠদান কর্মসূচি চালু করার সিদ্ধন্তÍ নেয়া হয়েছে। সেই সাথে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোতে জরীপ কার্যক্রমের মাধ্যমে ডাটাবেজ তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাতে বয়স ভেদে কর্মহীন মানুষকে কর্মে নিয়োজিত করা যায়। এছাড়াও চিলমারীতে ৩০টি হরিজন সম্প্রদায়ীকে শ্মশাণঘাটসহ জমি, গৃহ প্রদানের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
Devoloped By WOOHOSTBD
আপনার মতামত লিখুন :