ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন


স্টাফ রিপোর্টার:কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা রেলি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন উপজেলা চত্বরের বঙ্গবন্ধু মুরালে পুষ্প মাল্য অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায় লুৎফর রহমান লাভলু, মৎস্যজীবী লীগের আহ্বায়ক আতাউর রহমান রতন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালসহ আর অনেকে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল ইসলাম। সবশেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন করা হয়।