ফুলবাড়ী থানা পুলিশের কর্মক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচী পালন


admin প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ন /
ফুলবাড়ী থানা পুলিশের কর্মক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচী পালন

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: আমাদের কমক্ষেত্র আমার বাড়ীর চেয়েও বড় এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ নিজ নিজ কমক্ষেত্র নিজেরাই পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগের প্রেক্ষিতে নিজ কর্মক্ষেত্র নিজেরাই পরিস্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচী পালন করেছে ।

শুক্রবার সকাল সাড়ে এগারোটায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের নেতৃত্বে থানার সকল অফিসার ও ফোস পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।এসময় থানা চত্বরসহ থানার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, বাংলাদেশ পুলিশ ফুলবাড়ী থানা সারাদেশের ন্যায় নিজ নিজ কর্মক্ষেত্রে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগকে স্বাগত জানিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।

Devoloped By WOOHOSTBD