কুড়িগ্রাম প্রতিনিধি: ০৯/১২/২০২২
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল আটটায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন পালনের পর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Devoloped By WOOHOSTBD
আপনার মতামত লিখুন :