ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে মিষ্টি মুখ

Link Copied!

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলার সেরা ইউএনও নির্বাচিত হওয়ায় রবিবার (৯ অক্টোবর) দুপুরে গৌরীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও অবসরপ্রাপ্ত সেনা ঐক্য পরিষদের সদস্যগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন এবং তাকে মিষ্টি মুখ করান ও ফুলেল শুভেচ্ছা জানান। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সেনা ঐক্য পরিষদের সদস্যগণকে শুভেচ্ছা উপহার স্বরুপ প্রত্যেকের হাতে গুনগত মানের বলপয়েন্ট ( কলম) তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এড. আবুল কালাম মোহাম্মদ আজাদ, বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং সশস্র বাহিনী ঐক্য পরিষদের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক (অবঃ সার্জেন্ট) বাবু দেবল কর,সহসভাপতি ( অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার) আবুল বাশার, সার্জেন্ট মোস্তফা (অবঃ সেনা সদস্য), মোসলিম ( অবঃ সার্জেন্ট) , সার্জেন্ট রফিকুল ( অবঃ সার্জেন্ট) কামাল, ( অবঃ কর্পোরাল), সিরাজ ( অবঃ সার্জেন্ট) , ও ক্যাশিয়ার এবং আবু বকর ( অবঃ সার্জেন্ট) প্রমুখ।