ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফে পবিত্র আশুরা উদযাপন


বাশার,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি: ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীতে ১৪৪৪ হিজরীর মুহররম মাসের দশ তারিখ পবিত্র আশুরা শরীফ ৯- আগষ্ট, (মঙ্গলবার) বিকালে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।বক্তারা পবিত্র আশুরা শরীফের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উপস্হিত লোকদের মাঝে তুলে ধরেন। মিলাদ শরীফ ও দোয়া মাহফিল শেষে বৈরাটী আলিম মাদরাসার প্রতিষ্টাতা: হযরত মাওলানা শাহ সূফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহি ও উনার সহধর্মিনী মুসাম্মত খোদেজা খাতুন, মুহম্মদ আবদুছ ছালাম মাস্টার এবং মুহম্মদিয়া শরীফের প্রতিষ্টাতা: হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির রুহের মাগফিরাত কামনা করা হয়। রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি তিনি মুরিদ ছিলেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন মুহম্মদিয়া শরীফের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক। এসময় মাহফিলে সভাপতিত্ব করেন”মুহম্মদিয়া শরীফ বৈরাটীর” সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহ সুফি কারী মুহম্মদ আহসান উল্লাহ, স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার।আরো মাহফিলে ছিলেন কাদিরপুরের মুহম্মদ জহিরুল ইসলাম,মুহম্মদ মোফাজ্জল হোসেন, মুহম্মদ হাসিম উদ্দিন, মুহম্মদ লিয়াকত আলী , মুহম্মদ তছিলম উদ্দিন, মুহম্মদ নাছির উদ্দিন, মুহম্মদ হরজুল মিয়া, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামসুল হক (তাইজুল),হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মুক্তাদির হোসাইন, মুহম্মদ আবদুছ ছোবান, মুহম্মদ শহিদ মিয়া,মুহম্মদ আবুল হোসেন, মুহম্মদ লাল মিয়া, মুহম্মদ হাবিবুর রহমান,মুহম্মদ মাহিন, জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও তবারক বিতরন করা হয়।