ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর রুহের মাগফিরাত কামনা করেন ঈশ্বরগঞ্জের সাবেক এমপি আবদুছ ছাত্তার


মুহম্মদ আবুল বাশারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ময়মনসিংহের জেলার ঈশ্বরগঞ্জের সাবেক এমপি জননেতা মোঃ আবদুছ ছাত্তার গভীর ভাবে শোকাহত ও রুহের মাগফিরাত কামনা করেন। ২৩শে জুলাই বাংলাদেশ সময় আনুমানিক রাত ২.০০ টায় (নিউইয়র্ক সময় বিকাল ৪.০০টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এম.পি (৭৬) ইন্তেকাল করেছেন।
গাইবান্ধা-৫ এর ৭ বারের নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন নেছা। তিনি ছাত্র জীবন থেকে আমৃত্যু গণমানুষের প্রিয় নেতা ছিলেন।এডভোকেট ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।
উল্লেখ্য যে এর পর বাংলাদেশ আওয়ামীলীগে যোগদিয়ে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য ব্যাপক জনসমর্থনে নির্বাচিত হন।দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এব্যপারে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদিকবার নির্বাচিত জাতীয় সংসদের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার বলেন ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।