গায়ানায় হোয়াইটওয়াশের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ


বিশেষ প্রতিবেদক: ওয়ানডেতে বরাবর বাংলাদেশ শক্তিশালী দল ছিল। তার প্রমাণ মিললো এবারও। ওয়ানডেতে টুঁটি চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজদের। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত হওয়ায় এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের হাতছানি।
বাংলাদেশ এর আগে দুইবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখিয়েছে। গায়ানায় তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭ টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজসহ ৮০তম ওয়ানডে সিরিজ খেলছে। এর মধ্যে চলতি সিরিজসহ লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৩১টি। তার মধ্যে আবার ১৫টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে সংখ্যার হিসেবে সেটি দাঁড়াবে ১৬টিতে।
প্রথমে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দ্বিতীয় সারির দলকে হোয়াইটওয়াশ (৩-০) করে আসে বাংলাদেশ। এরপর ২০২১ সালে ঘরের মাটিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পেরেছে।
এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সিরিজ জয়ের দিনে এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল।