কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের প্রত্যান্ত চরাঞ্চল চর গোরক মন্ডল এলাকায় মসজিদ ও মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গুণ সম্পন্ন গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কালে সমাজকর্মী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম মুঠোফোন বার্তায় বলেন,
“বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে, সবুজায়ন এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী আমাদের একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় আজ ফুল, ফল ও ঔষধি গুণ সম্পন্ন গাছের চারা রোপণ করা হলো। এছাড়াও আমদের এ ফাউন্ডেশন দেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও জনসচেতনতা মূলক কর্মকান্ডের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছে।”
এসময় হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছেন আলী, উপদেষ্টা ও নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপদেষ্টা মনিরুজ্জামান সরকার, অগ্রণী ব্যাংক লিমিটেড এর অফিসার ও উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন, মাদ্রাসার সভাপতি আব্দুল গফুর, শিক্ষক সোলায়মান আলী, ইউপি সদস্য আয়াজ উদ্দিন, ফুলবাড়ী শুভসংঘের সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।